
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপটে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ইসলামোফোবিয়ার মধ্য দিয়ে সারা পৃথিবীতে ইসলামকে একটা ভয়ংকররূপে প্রেজেন্ট করা হয়েছে। এটা এককভাবে কেউ করেনি বরং এটি পশ্চিমারা করেছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায়, যারা হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, তারা করেছে। পাশাপাশি আমাদের দেশের কিছু দালাল শ্রেণী রয়েছে তারা সকলে মিলে ইসলামকে ফোবিয়ারূপে উপস্থাপন করছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শাখা ছাত্রশিবিরের আয়োজিত ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা শুধু দুনিয়ার সফলতা চাই না উভয় জগতের সফলতা চাই। রাসুল (সা:) বিদায় হজ্জের সময় আমাদেরকে কুরআন এবং সুন্নাহ আকড়ে ধরতে বলেছিলেন। আমরা রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন সর্বত্র জায়গায় কুরআন আর সুন্নাহ আকড়ে ধরলেই সফলতা আসবে। আমরা কোরআনের প্রত্যকটা লাইন নিয়ে যতো বেশি চিন্তা করব ততো বেশি সমৃদ্ধ হবো। ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে আবার একটি পুনর্জাগরণ ঘটবে ও একটি ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা শুধু নিজের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেননি। মা-বাবাদের স্বপ্ন রয়েছে। শিক্ষকদের স্বপ্ন রয়েছে। এইগুলোকে আপনাদেরকে ধারণ করতে হবে। এই বিশ্ববিদ্যালয়কে আপন করে নিজের মত করে গড়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে। জ্ঞান মানে হলো আলো। এই আলোর মানে লাইট নয়। বরং মানুষের মধ্যে যে পশুত্ব রয়েছে তা দূর করে মনুষ্যত্ববোধ জাগ্রত করা। আপনাদের মধ্যে যে প্রজ্ঞা, ফিতরাত রয়েছে সেগুলোকে জাগ্রত করে সমাজ কে আলোকিত করার জন্যই এই বিশ্ববিদ্যালয়। আপনাদের সকল জ্ঞানের মূল উদ্দেশ্য হতে হবে মানুষর জন্য এবং কল্যানের জন্য।
ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, “আমরা ছাত্র রাজনীতির গুনগত পরিবর্তন চাই। আগে চলেছে শুধু গুম খুন রাহাজানি হত্যার রাজনীতি। এগুলো আর আমরা চাই না। আগে ধর্ষণে সেঞ্চুরি করে তা আবার প্রচার করে বেড়ানো হতো। এটাই হলো জাহেলিয়াতের রাজনীতি। এটা আর আমরা চাই না। কোনো গোলামীতন্ত্র আমরা চাই না। ইসলাম আমাদের এটা শেখায় না। যে রাজনীতি দিয়ে রাষ্ট্রের কল্যাণ করবে, শিক্ষার্থীদের কল্যাণ করবে, ক্যাম্পাসের সমস্যা আইডেন্টিফাই করে সমাধান বের করতে পারবে সেই রাজনীতি আমরা চাই।
আরও পড়ুনঃ জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার জন্য গণভোট প্রয়োজন: শিবিরের কেন্দ্রীয় সভাপতি
দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “আগামীর দিন শুধু সম্ভাবনার। আমাদের প্রচুর মানব সম্পদ রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক খনিজ সম্পদ রয়েছে। আমাদের যতো সম্পদ রয়েছে এগুলোকে সঠিক ভাবে ব্যবহার করার জন্য আমাদের দেশের কর্তাব্যক্তিরা তেমন ভাবে না। এগুলো নিয়ে ভাবার মতো নেতৃত্ব আমাদের দরকার। আমাদের দেশ নদীমাতৃকতা নিয়ে গড়ে উঠেছে। আমরা এই নদীগুলোকে একটা সুন্দর পর্যটন স্থানে পরিনত করতে চাই। দেশকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চাই।
এসময় বিশ্ববিদ্যালয়ের ২০২২৪-২৫ বর্ষের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে ফুল, আল-কুরআন, বুকলেট, বুক প্যাড, কলম, চাবির রিং, ছেলেদের টি-শার্ট ও মেয়েদের স্কার্পসহ উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সংগঠনটির সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি অধ্যাপক ড. আব্দুল হান্নান, দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যধ্যাপক ড. আব্দুল করিম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক সম্পাদক এইচ এম আবু মুসা, ব্যবসায়িক শিক্ষা সম্পাদক গোলাম কিবরিয়া। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সংগঠনের নেতাকর্মীসহ দুই সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



