spot_img

― Advertisement ―

spot_img

“যাকে যৌন হয়রানি করছে, সেও মজা নিছে”—বিতর্কিত মন্তব্যে উত্তাল বেরোবি

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমানের একটি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবেরোবিতে জুলাই থেকে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার

বেরোবিতে জুলাই থেকে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১লা জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অফিস ও ক্লাস-পরীক্ষা চলবে, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

নতুন এই সময়সূচি মোতাবেক রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশে, এক ভারতীয়সহ আটক-২

৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে আজ শনিবার (২৯ জুন ২০২৪) অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন সময়সূচির বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।