কে এম হাবিবুল্লাহ সাকিব, খুলনা প্রতিনিধিঃ পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলেছে। বিকাল তিনটা নাগাদ এই সংর্ঘষ শুরু হয় ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পূর্ব নির্ধারিত দুটি কর্মসূচি ছিলো খুলনায়। একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গনমিছিল ও দোয়া অপরটি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের প্রতিবাদী গান।
দুপুর দুইটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপটি নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়ে মিছিল নিয়ে নিউ মার্কেট হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক হয়। এসময় জিরোপয়েন্ট এলাকা থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
আরও পড়ুনঃ ভোলার মেঘনায় ট্রলার ডুবিতে ৮ জেলে নিখোঁজ
এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশ হটিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দখল নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” বলে পুলিশ সদস্যদের স্থান ত্যাগ করতে বলেন। পুলিশ সদস্যরা চলে যাওয়ার আশ্বাস দেয় এবং আস্তে আস্তে সং্খ্যা কমাতে থাকে।
তবে এরপর আবার পুলিশ সদস্য বেড়ে টেয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়তে শুরু করে। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করতে থাকে।
এমতাবস্থায় শিক্ষার্থীদের আহত হওয়ার সং্খ্যা দাড়ায় ১০ জন এবং একজন পুলিশ সদস্য নিহত হন।
নিহত পুলিশ কর্মকর্তা সুমন ঘরামীকে দেখতে হাসপাতালে উর্ধতম কর্মকর্তারা আসেন তবে তার স্ত্রী “ডিউটি ডিউটি” বলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।