spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে ছাত্রলীগের নেতাকর্মীর রুমে থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

ইবিতে ছাত্রলীগের নেতাকর্মীর রুমে থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীর রুম থেকে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে দেশীয় অস্ত্র,  নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উদ্ধারকৃত দেশীয় আগ্নেয়াস্ত্র সেনাবাহিনী অন্যান্য সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ৩ টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাখা ছাত্রলীগের নেতাদের রুমের তালা ভেঙে ভেতরে অভিযান চালায়।

এসময় বিভিন্ন রুম থেকে ১০ টি রামদা, ৫ টি চাপাতি, ৫০ পিস রড, ২টি হকিস্টিক, ১টি চাইনিজ কুড়াল, ২টি হ্যান্ড স্টিক, ২০০ গ্রাম পেট্রোল, ১টি দেশীয় অস্ত্র, ৬টি বুলেট ও ১টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

এছাড়াও ২০টি মদের বোতল, ৯টি ইয়াবা স্টিক, প্রায় ৫০০ গ্রাম গান পাউডার, ২ বোতল ফেন্সিডিল এবং কনডম পাওয়া যায়।

আরও পড়ুনঃ ছাত্রদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান সমন্বয়ক সারজিসের

উদ্ধারকৃত সামগ্রী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনীর ক্যাপ্টেন সোহানুর রহমান ও ইবি থানার এস আই মেহেদী হাসানের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সমূহ হস্তান্তর করা হয়।

সমন্বয়ক এস এম সুইট বলেন, দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতেই শাখা ছাত্রলীগের এই হীন আয়োজন বলে আমরা মনে করি।