
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ স্বৈরাচারী শাসক ও আওয়ামী লীগের বর্বরোচিত নৃশংসতাকে জনসম্মুখে তুলে ধরতে ‘রিট্রেসিং আওয়ামী বার্বারিজম’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি বন্ধ করার দাবি জানান তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার (২১ আগস্ট) অনুষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষে বটতলা প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা আওয়ামী লীগের আমলের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ঘটনা তুলে ধরেণ এবং এসবের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান। একইসঙ্গে তারা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি বন্ধ করার দাবি জানান।
আরও পড়ুনঃ এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যাবহার করা যাবে না : বিএমডিসি
শিক্ষার্থীরা জানান, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। যদি আওয়ামী ফ্যাসিবাদের দালালেরা পুনরায় কোনো স্বৈরাচার আচরণ করতে উদ্ধত হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা তা কঠোরভাবে প্রতিহত করবে। এছাড়া দ্রুত ক্লাস -পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করার জোর দাবি জানায় শিক্ষার্থীরা।



