কে এম হাবিবুল্লাহ সাকিব, খুলনা প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ ঘুরে দেখেন, খাবারের মান যাচাই এবং সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের অভিমত শোনেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হলসমূহে গিয়ে তিনি শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। এসময় শিক্ষার্থীরা বেশ কিছু সমস্যা তুলে ধরলে তিনি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।
এ ব্যাপারে জানতে চাইলে আর্থিক ও প্রশাসনিক প্রধান অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের জন্যই এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা না থাকলে এগুলোর প্রয়োজন ছিল না। তাই তাদের খোঁজ-খবর নেওয়ার জন্যই আমি এসেছি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব এগুলোর সমাধান করার চেষ্টা করব।
আরও পড়ুনঃ টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু
খান জাহান আলী হলের আবাসিক শিক্ষার্থী মারুফ বিল্লাহ বলেন, স্যার আজ রাতে আমাদের হলে এসেছিলেন। হলের সার্বিক পরিস্থিতি জেনেছেন৷ তিনি হলের ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান যাচাই করেছেন। এছাড়াও শিক্ষার্থীদের যা যা সমস্যা আছে সবকিছু সমাধানের আশ্বাস দিয়েছেন।
খান বাহাদুর আহছানউল্লা হলের আবাসিক শিক্ষার্থী ইমদাদুল হক আসিফ বলেন, স্যার দায়িত্ব পেয়েই আমাদের হলে এসেছেন, তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। আমরা এধরনের উদ্যোগকে সাদুবাদ জানাই। আশাকরি সব সময় শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে এরকম ভূমিকা রাখবেন।