spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আইনুল ইসলাম

জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আইনুল ইসলাম

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন। আদেশটি ১৩ মার্চ থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এদিকে অধ্যাপক ড. আইনুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, জবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্রকল্যাণ পরিচালক, বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির বর্তমানে কার্যনির্বাহী সদস্য পদে আছেন।

প্রসঙ্গত,মঙ্গলবার পারিবারিক কারণ দেখিয়ে জবির রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। তিনি ২০০৯ সালের ১৫ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন। গত বছর ১৪ জুন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার পদে নিয়োগ পান। একই বছরের ১৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হয়।