দুই মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের গ্রুপ বিজয়ের একটি পক্ষ।
মঙ্গলবার(১২ মার্চ) বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাত ৯ টার পর প্রোক্টরিয়াল বডি স্থানীয়দের সাথে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কর্মী বখতিয়ার উদ্দিনের মোটরসাইকেলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের ধাক্কা লাগে।
তাদের মধ্যে কথা কাটাকাটি হলে আশপাশে থাকা ছাত্রলীগের বিজয় গ্রুপের কয়েকজন কর্মী সেই শিক্ষার্থীর পক্ষে কথা বলতে এগিয়ে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মচারী ও হাটহাজারি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান তাদের স্থানীয় অনুসারীদের নিয়ে এসে বখতিয়ারের পক্ষে যোগ দেয়। এক পর্যায়ে তারা ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করে।
পরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট আটকে আগুন জ্বেলে বিক্ষোভ করে মিজানুর রহমান ও বখতিয়ারের অনুসারীরা।
পরে প্রোক্টরিয়াল বডি স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসে। সেখানে সমঝোতা হলে রাত সাড়ে ৯টার পর গেইট খুলে দেওয়া হয়।
সংঘর্ষে জড়ানো বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, “স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীকে মারধর করছিল। তখন আমার কর্মীরা এর প্রতিবাদ করতে এগিয়ে যায়।”
অন্যদিকে বখতিয়ার উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা আমাকে মারধর করলে স্থানীয়রা এর প্রতিবাদ করেছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর নুরুল আজিম সিকদার বলেন, “স্থানীয়দের সাথে আলোচনা করে আমরা আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কালকেই একটা তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”