spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদবিনোদনমেঘলা আকাশেও কুয়াকাটায় পর্যটকদের ভিড়

মেঘলা আকাশেও কুয়াকাটায় পর্যটকদের ভিড়

মোঃ তরিকুল মোল্লা, পটুয়াখালী জেলা প্রতিনিধি: কুয়াকাটায় চলতি সপ্তাহে পর্যটকদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আকাশে মেঘলা ভাব থাকলেও সাগরের শোভা দেখতে উৎসাহী ভ্রমণকারীরা সমুদ্রসৈকতে ভিড় জমাচ্ছেন। কুয়াকাটার অন্যতম আকর্ষণ হল একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগের সুযোগ, যা এই পর্যটনকেন্দ্রকে বিশেষ করে তুলেছে।

(১ নভেম্বর) কুয়াকাটায় আসা পর্যটকদের ভিড় স্থানীয় হোটেল-মোটেলগুলির প্রায় সব হোটেলেই ৭০% পূর্ণ বুকিং রয়েছে। তবে দূরের হোটেলগুলোতে তেমন পর্যটক নেই বলে নিশ্চিত করেছে হোটেল মালিক পক্ষ। পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেমন খাবারের দোকান ও স্থানীয় পণ্য বিক্রেতারা, পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন।

আরও পড়ুনঃ তিন দফা দাবিতে সর্বাত্মক আন্দোলনে নামছে জবি শিক্ষার্থীরা

সৈকত এলাকা ছাড়াও, জনপ্রিয় স্থাপনাগুলো যেমন শুটকি পল্লী, ফাতরা বন এবং বৌদ্ধ মন্দিরগুলিতে পর্যটকদের ভিড় বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই পর্যটন বৃদ্ধিকে তাদের আয়ের পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখছেন, যা পর্যটন শিল্পের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে।