spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদবিনোদনআজ ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্ট, থাকছে আতিফ আসলাম

আজ ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্ট, থাকছে আতিফ আসলাম

ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজন করেছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি বহুজাতিক কনসার্ট, যেখানে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশ ও পাকিস্তানের খ্যাতিমান শিল্পীরা।

এই আসরের মধ্যমণি হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তিনি বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন তার পুরো দল।

কনসার্টে পারফর্ম করবেন আরও অনেকে: পাকিস্তানের আরেক সংগীতশিল্পী আব্দুল হান্নান, বাংলাদেশের তারকা শিল্পী তাহসান খান এবং ব্যান্ড কাকতাল, দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা।

কনসার্টের সময়সূচি:

  • স্থান: ঢাকা আর্মি স্টেডিয়াম।
  • শুরু: বিকেল ৫টা থেকে।
  • দর্শকদের জন্য গেট খোলা: দুপুর ১টা।
  • আতিফ আসলাম মঞ্চে উঠবেন: রাত ৮টায়।

আরও পড়ুনঃ কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন বহন করবে নাঃ উপদেষ্টা

এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই সব বিক্রি হয়ে গেছে। টিকিট পাওয়া গেছে তিনটি ক্যাটাগরিতে:

  1. ম্যাজিকাল জোন: ১০,০০০ টাকা।
  2. ফ্রন্ট জোন: ৪,৫০০ টাকা।
  3. সাধারণ: ২,৫০০ টাকা।

দর্শকদের উপভোগ্য সন্ধ্যা উপহার দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই কনসার্ট দেশি-বিদেশি তারকাদের সুরের মেলবন্ধন দিয়ে সংগীতপ্রেমীদের মনে এক ভিন্ন আবহ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।