
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, তিনি গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে উদ্ভ্রান্ত, উদম গায়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। ঘটনাটি স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আলোচনার জন্ম দেয়।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রথমে কেউ তাকে চিনতে পারেননি। পরে একজন ফেসবুকে পোস্ট করে জানান, এ ব্যক্তি সম্ভবত সমু চৌধুরী, যিনি দেশের নাট্য ও চলচ্চিত্রাঙ্গনের সুপরিচিত মুখ। ছবিটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, “সমু দা এখন অভিনয় শিল্পী সংঘের তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার পরপরই আমরা তার খোঁজখবর নিয়েছি এবং আপাতত পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। তার মানসিক ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে খুব দ্রুত ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”
অপু আরও জানান, সমু চৌধুরীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং তার পুনর্বাসনের জন্য প্রাথমিক প্রক্রিয়াও শুরু করেছে সংগঠন। এই দায়িত্ব এখন পুরোপুরি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে রয়েছে।
আরও পড়ুনঃ ২৪-এর গণঅভ্যুত্থান হতো না যদি ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো: নুর
দীর্ঘদিন ধরে সমু চৌধুরী অভিনয় থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকলেও দর্শকপ্রিয়তা ও পরিচিতি নিয়ে তার অবস্থান এখনও অমলিন। তার এমন করুণ পরিণতি দেখে অনেক সহকর্মী ও ভক্ত সামাজিক মাধ্যমে শোক, উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছেন।
এ ঘটনায় অনেকে শিল্পীদের জন্য একটি স্থায়ী কল্যাণ তহবিল গঠনের দাবি তুলেছেন যাতে প্রয়োজনে সংকটে থাকা শিল্পীরা রাষ্ট্রীয় বা সংগঠনের সহায়তা পান।
গফরগাঁও প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, স্থানীয়ভাবে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং ঢাকায় তাকে পাঠাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।