spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদফিচারআইন পরিবারের ইফতার আয়োজন

আইন পরিবারের ইফতার আয়োজন

আসাদুর রহমান বিজয়ঃ গণ বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতির এক লীলাভূমি। সবুজের চাঁদরে মোড়া এই ক্যাম্পাস একেক সময়ে সাজে ভিন্নরূপে। প্রহরশেষে সন্ধ্যা নামতেই যেমন ঝিঁ ঝিঁ পোকার ডাক শোনা যায়, সাথে জোনাকি পোকার মিটিমিটি আলো। ঠিক তেমনি সম্প্রতিকালে ৩২ একরের এই বিদ্যাপীঠে অনেকটাই এরকম চিত্রের।

সারাবছর বিকেলের মাঝেই সকল কার্যক্রম শেষে সন্ধ্যায় পুরো ক্যাম্পাসজুড়ে নিস্তব্ধতা নামলেও এখন দেখা যায় অন্য চিত্র। কেননা মাহে রমজান এসেছে৷ ভাতৃত্বের বন্ধনে সন্ধ্যায় ক্যাম্পাসের মাঠে কিংবা একাডেমিক ভবনে ইফতারের আয়োজনে মেতে উঠে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অন্যান্যদের মতো আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরাও সুন্দর একটি ইফতারের আয়োজন করে৷ বাহারি রকমের ইফতারের আয়োজন করতে বেশ কয়েকদিন ধরে খুব দৌড় ঝাপ করে যাচ্ছিল তারা। বরাবরই এ বিভাগকে বলা হয় ‘আইন পরিবার’৷ এখানে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক একটা পরিবারের সদস্য থেকে কোন অংশে কম নয়।

পুরো পরিবারকে একত্রিত করে বিশাল এক ইফতারের আয়োজনের পেছনে ভূমিকা ছিল এ বিভাগের ছাত্রকল্যাণ তহবিলের সদস্যবৃন্দের এবং তাদের উপদেষ্টাদের। তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আইনের সাবেক বর্তমান সকল শিক্ষার্থীরা উপহার পেয়েছে এক দারুণ সন্ধ্যা।

আরও পড়ুনঃ একটুকরো উৎসবের নগরী গবির আমবাগান

এ আয়োজনে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি যেন নতুন এক মাত্রা যোগ করে । সারাদিনের দৌড়-ঝাপ শেষে পুরো বিভাগ ফটোসেশানের মাধ্যমে এক অসাধারণ দিনের স্মৃতি বেঁধে রাখে।