spot_img

― Advertisement ―

spot_img

রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে নাঃ পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তায় মোদি

অপারেশন সিঁদুরের পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি বাতিলের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিলো, তা থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই। আজ শুক্রবার ভারতের...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে সৎসঙ্গে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ১১৬, জায়গা নেই মর্গে

ভারতে সৎসঙ্গে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ১১৬, জায়গা নেই মর্গে

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় উৎসব চলাকালীন হঠাৎ দৌড়োদৌড়িতে পদদলিত হয়ে ১১৬ জন ভক্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যার অধিকাংশই নারী। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দ্বায়িত্বরত কর্মকর্তারা বলছেন, মর্গে মৃতদেহ রাখার মত আর জায়গা নেই।

গত মঙ্গলবার (২ জুলাই) হিন্দুদের ধর্মীয় জমায়েত ‘সৎসঙ্গ’ শেষ হওয়ার পরে হঠাৎই দৌড়োদৌড়ি শুরু হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তর প্রদেশের আলিগড় রেঞ্জ আইজি শলব্ মাথুরকে উদ্বৃত করে বার্তা সংস্থা পিটিআই বরাতে বিবিসি, উক্ত ঘটনায় ১১৬ মানুষ নিহতের খবর প্রকাশ করেছে।

যে জায়গায় এক ধর্মগুরুর ভাষণ শোনার জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, সেটি ইটাহ এবং হাথরাস জেলা দুটির সীমান্তে।

সংবাদ সংস্থা এএনআইকে সিনিয়র পুলিশ সুপার রাজেশ কুমার সিং বলেন, “একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, হাথরাস জেলার মুঘলগড়ি গ্রামে ভোলে বাবার অনুষ্ঠান চলছিল। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা হয়েছে।“

আরও পড়ুনঃ দাবি আদায়ে শাটডাউন নোবিপ্রবি, সেশনজটের শংঙ্কা

জেলার প্রধান মেডিক্যাল অফিসার উমেশ কুমার বলেন, “আহতদের অনেককে ইটাহ’র হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিকান্দ্রারাউ শহরের একটি ট্রমা সেন্টারে।”

তিনি আরো বলেন, “মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক মানুষ আহত হয়ে ভর্তি আছেন।”

মৃতদেহের ময়না তদন্ত করে নাম পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।