spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদতথ্য ও প্রযুক্তিরাজশাহী ফ্রিল্যান্সার মিটআপ অনুষ্ঠিত  

রাজশাহী ফ্রিল্যান্সার মিটআপ অনুষ্ঠিত  

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ ফ্রিল্যান্সাররা নিয়মিত মুখোমুখি হচ্ছেন এমন নানা সমস্যা ও তার সমাধানে উন্মুক্ত আলোচনা নিয়ে বিশ্ব ফ্রিল্যান্সার দিবস উপলক্ষে রাজশাহী ফ্রিল্যান্সার মিটআপ অনুষ্ঠিত হয়েছে । 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজশাহী নগরীর রাণীবাজার এক রেস্তোরায় দিনব্যাপী মিটআপ অনুষ্ঠিত হয় । এ মিটআপে নানা সমস্যা চিহ্নিত করার প্রয়োজনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। 

ইসমাম পরাগ, মো. ওয়াদুদ হোসেন, মিরাজ আয়মান, তাসনিমুল হাসান তানভিরে  আয়োজনে রাজশাহী, ঢাকা, নওগাঁ, নাটোর, চারঘাট সহ দেশের বিভিন্ন  স্থানের  একঝাঁক তরুণ ফ্রিল্যান্সার মিটআপে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হলো উপাচার্য, উপ- উপাচার্য এবং ট্রেজারার

মিটআপে গুরুত্বপূর্ণ  আলোচনা করেন,  কাজি আবদুল্লাহ আল মারুফ , আবদুর রহমান, মাহাবুবা আরা নিলা, নহিদ হোসেন, আতিক অন্তু, হাসনাতুজ্জামান, ফিরোজ আহমেদসহ অনেকে। তাঁরা তাঁদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের তিক্ত কিন্তু শিক্ষণীয় অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন, যা নতুনদের জন্য বিশেষভাবে সহায়ক ছিল।

আলোচনার এসময়ে রাজশাহী ফ্রিল্যান্সার কমিউনিটি আবদুর রহমান বলেন, আমরা সবাই মিলে একটি স্বেচ্ছাসেবী কমিউনিটি গঠন করতে চাই, যেখানে সবাই সমান এবং কেউ কারো অধীন নয়।