spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদজাতীয়আবারও বাজারে আসছে আমার দেশ পত্রিকা: মাহমুদুর রহমান

আবারও বাজারে আসছে আমার দেশ পত্রিকা: মাহমুদুর রহমান

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর পুনরায় বাজারে আসছে দৈনিক আমার দেশ পত্রিকা। পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানিয়েছেন, ২০১১ সালে বন্ধ হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির অন্তত ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আবারও পত্রিকাটি বাজারে আসার ঘোষণা দিয়েছেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, “দু’দিন আগে বর্তমান সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ছাপাখানার তালা ভেঙে আমাদের বুঝিয়ে দিয়েছেন। সেখানে গিয়ে দেখতে পাই, প্রেসের কিছুই অবশিষ্ট নেই। ইলেকট্রিক প্যানেল পর্যন্ত খুলে নিয়ে গেছে। শুধু দুটি মেশিনের খণ্ডাংশ পড়ে আছে, যেগুলো ভাঙা সম্ভব না বলে চুরি করতে পারেনি।”

তিনি আরও বলেন, “সরকারি প্রতিনিধি অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট এবং দুজন ওসি এই প্রেসের অবস্থার সাক্ষী হয়েছেন এবং একজন ওসি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে, প্রেসের আর কোনো কিছু অবশিষ্ট নেই।”

আরও পড়ুনঃ ক্রিপ্টোকারেন্সি : ডিজিটাল অর্থের নতুন যুগ

মাহমুদুর রহমান জানান, “ডিসেম্বর মাসের মধ্যে আমরা আবারও আমার দেশ পাঠকের হাতে তুলে দেব। হাতে আর আড়াই মাস আছে। পত্রিকাটি জনগণের পক্ষে এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে কথা বলবে। লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।”

সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক খুরশিদ আলম এবং আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক বাছির জামাল উপস্থিত ছিলেন।

এই ঘোষণা ২০১১ সালের পর থেকে বন্ধ থাকা পত্রিকার পাঠকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।