spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।...
প্রচ্ছদজাতীয়রমজানে অফিস নয়টা থেকে সাড়ে তিনটা

রমজানে অফিস নয়টা থেকে সাড়ে তিনটা

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টা থেকে অফিস শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের সময়সূচি নির্ধারণ করে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকটি হয়।

বৈঠক শেষ হলে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, ‘রোজায় সকাল ৯টা থেকে সাড়ে তিনটা হবে অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।’

তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।