spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদজাতীয়ইসকনের ১৭সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ইসকনের ১৭সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিএফআইইউ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেয়।

জব্দ হওয়া অ্যাকাউন্টগুলোতে ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা হিসাব অন্তর্ভুক্ত। নির্দেশনার আওতায় আগামী ৩০ দিন পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করা যাবে না। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে।

জব্দ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন: চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী, সজল দাস।

আরও পড়ুনঃ বগুড়ায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

বিএফআইইউ জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলো মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী স্থগিত করা হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য, হিসাবের দলিলসহ প্রয়োজনীয় নথি দু’দিনের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে আর্থিক দুর্নীতি ও সন্দেহজনক লেনদেন প্রতিরোধে সরকারি পদক্ষেপ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।