spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ...
প্রচ্ছদজাতীয়শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের জন্য ফান্ড সংগ্রহের ঘোষণা

শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের জন্য ফান্ড সংগ্রহের ঘোষণা

ইসকনের অনুসারীদের হামলায় নিহত চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য এক কোটি টাকার ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মানবিক সংগঠন শামসুল হক ফাউন্ডেশন, যার তত্ত্বাবধানে রয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পানত্রিশা গ্রামে শহীদ সাইফুলের কবর জিয়ারত ও মোনাজাতের সময় এ ঘোষণা দেওয়া হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, সাইফুল ইসলাম আলিফ একজন প্রতিশ্রুতিশীল আইনজীবী ছিলেন, যিনি মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারতেন। সরকার এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তবে, দেশি-বিদেশি গোষ্ঠী তা বিনষ্টের চক্রান্ত চালাচ্ছে। এই চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে কাজের সুযোগ, ৪৮টি পদে নিয়োগ

সাইফুলের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে উপদেষ্টা শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক, আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লাখ টাকার অনুদান তুলে দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানসহ ধর্ম মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।