spot_img

― Advertisement ―

spot_img

বগুড়ার কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কারাগারে অসুস্থ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর...
প্রচ্ছদজাতীয়সচিবালয়ে আগুন: ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা, ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

সচিবালয়ে আগুন: ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা, ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা অব্যাহত থাকলেও পাঁচ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঘটনাস্থলে আগুনের তীব্রতা বেড়ে চলতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আধুনিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ড্রোন দিয়ে আগুনের তীব্রতা পর্যবেক্ষণ করা হচ্ছে, পাশাপাশি অত্যাধুনিক লেডার এবং ফায়ারফাইটিং ভেহিকল ব্যবহার করা হচ্ছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় একের পর এক ইউনিট ঘটনাস্থলে যুক্ত হচ্ছে।”

রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সচিবালয়ে স্থাপিত ফায়ার সার্ভিস ইউনিট চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ২০টি ইউনিট যোগ দেয়।

সরেজমিনে দেখা যায়, ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন জ্বলছে। কালো ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। আগুন লাগার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরও পড়ুনঃ হলদিয়ার আওয়ামী লীগ নেতা দিদারুল আলম প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতা বিবেচনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সচিবালয়ের সাত নম্বর ভবনে ছয়টি মন্ত্রণালয় রয়েছে। আগুনে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই ভয়াবহ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগুন নেভাতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।