spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদজাতীয়টিউলিপ- পুতুলসহ তারিক সিদ্দিকের পরিবারের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান

টিউলিপ- পুতুলসহ তারিক সিদ্দিকের পরিবারের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও সায়মা ওয়াজেদ পুতুলসহ অনেকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

যাদের বিরুদ্ধে অভিযোগঃ তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, তার মেয়ে বুশরা সিদ্দিক, তার ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক, সায়মা ওয়াজেদ পুতুল

দুদকের মতে, সিদ্দিক পরিবার পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ এবং দেশে-বিদেশে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করেছে।

দুদকের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা অনৈতিকভাবে ব্যবহার করে মেয়েকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দেন। অভিযোগে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুল ওই পদে নিয়োগের জন্য যোগ্য ছিলেন না, তবে ক্ষমতার অপব্যবহার এবং নানাবিধ দুর্নীতির মাধ্যমে তিনি এই পদে আসীন হন।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, “আমরা সিদ্দিক পরিবারের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলোর ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ রাজশাহী কলেজে পাঠকবন্ধু’র আহ্বায়ক কমিটি গঠিত

দুদক অভিযোগের সত্যতা যাচাই করার জন্য যথাযথ অনুসন্ধান চালাবে। অভিযুক্তদের আর্থিক কার্যক্রম, জমি, এবং আন্তর্জাতিক সম্পদ সম্পর্কিত দলিলপত্র পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সিদ্দিক পরিবারের বিরুদ্ধে আনা এসব অভিযোগ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। এ বিষয়ে সিদ্দিক পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।