spot_img

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে জুয়ার আসরে অভিযান, বিএনপি নেতা ইমান হোসেনসহ আটক ১৪

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ারপাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে বিএনপির স্থানীয় নেতা ইমান হোসেনসহ ১৪ জনকে আটক...
প্রচ্ছদজাতীয়সৌদি আরবে হজ পালনরত অবস্থায় এক বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে হজ পালনরত অবস্থায় এক বাংলাদেশি হাজির মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চলতি হজ মৌসুমে সৌদি আরবের মদিনায় হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এটি ২০২৫ সালের পবিত্র হজে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হজ মিশনের হেল্পডেস্ক।

হজ মিশনের বুলেটিন অনুযায়ী, গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, সাউদিয়ার সংশ্লিষ্ট এয়ারলাইনস ও সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের বিভিন্ন সূত্র।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১,২২৪ জন হজযাত্রী। প্রথম হজ ফ্লাইটটি রাজধানীর হজ ক্যাম্প থেকে ছাড়ে গত সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে। ফ্লাইটটিতে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী।

এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৮৭,১০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ পালন করবেন।

আরও পড়ুনঃ আগামী দিনে বাড়বে তাপমাত্রা, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

হজযাত্রী পরিবহনের জন্য তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ, সাউদিয়া এবং ফ্লাইনাস—মোট ২৩২টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছরের প্রাক-হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত এবং হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।