
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সখীপুর পৌর শহরের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. বাছেদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল গণি, যুবদলের আহ্বায়ক ও বি.আর.ডি.বি চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাছির উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ বজ্রপাত কেড়ে নিল দাদীর প্রাণ, কাকতালীয়ভাবে রক্ষা পেল নাতনি
বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।