
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) প্রকাশ্যে খুনে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
নৃশংস এই খুনের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)-কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ নির্বাচন হলেই বোঝা যাবে কে কতটা শক্তিশালী, কারা দেশছাড়া হবে: শামসুজ্জামান দুদু
অন্যদিকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর সদস্যরা পৃথক এক অভিযানে শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় কেরানীগঞ্জের কদমতলি এলাকা থেকে মামলার অপর দুই এজাহারভুক্ত আসামি আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২)-কে আটক করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী সোহাগ ও আসামিদের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতা থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।