
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৯ জুলাই) রাতে হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ শেষে প্রেস সচিব গণমাধ্যমকে জানান, “প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর রাখছেন। তার পক্ষ থেকে আমি জামায়াত নেতাদের সঙ্গেও কয়েকবার কথা বলেছি। জামায়াত আমির সুস্থ আছেন, ভালো আছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেশ গঠনের কাজে সক্রিয় ভূমিকা রাখুন।”
এর আগে একই দিন দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য চলাকালীন তিনি অপ্রস্তুতভাবে মঞ্চে বসে পড়েন। তখন সঙ্গে থাকা নেতারা তাকে ধরাধরি করে সহায়তা করেন।
আরও পড়ুনঃ স্বামীর সঙ্গে অভিমান, সকালে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ
মিনিটখানেক বিশ্রাম নিয়ে তিনি পুনরায় বক্তব্য শুরু করলেও আবার অসুস্থতা অনুভব করেন। তখন তাকে মঞ্চেই বসিয়ে দেওয়া হয়। পরবর্তী বক্তব্য তিনি দাঁড়িয়ে না থেকে মঞ্চের ওপর বসা অবস্থাতেই শেষ করেন। এসময় মঞ্চে থাকা চিকিৎসকরাও তার পাশে অবস্থান করেন।
বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।