spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদজাতীয়রাজনৈতিক দলকে বাস সরবরাহের দাবিতে পোস্ট, সেনাবাহিনীর নামে ভুয়া পোস্ট ছড়ানোয় প্রতিবাদ

রাজনৈতিক দলকে বাস সরবরাহের দাবিতে পোস্ট, সেনাবাহিনীর নামে ভুয়া পোস্ট ছড়ানোয় প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে— সম্প্রতি এমন একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর স্পষ্টভাবে জানায়, এ ধরনের পোস্ট সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। এটি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অপচেষ্টা বলেও উল্লেখ করা হয়।

আইএসপিআর জানায়, প্রকৃতপক্ষে সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাহিরের উৎস থেকে সাময়িকভাবে কিছু বেসরকারি বাস ভাড়া নেওয়া হয়ে থাকে। এসব বাসে কখনও কখনও অস্থায়ীভাবে ‘বাংলাদেশ আর্মি’ লেখা বা লোগো ব্যবহৃত হয়।

তবে কিছু গণপরিবহন প্রতিষ্ঠান সেনাবাহিনীর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার আশায় অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয়— যা আইনবহির্ভূত। এই ধরনের কাজের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করে জানানো হয়।

আরও পড়ুনঃ ইবি প্রশাসনের প্রহসন বন্ধে আবাবিল হয়ে এসেছে তারা

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ— আইএসপিআরের বিজ্ঞপ্তিতে এমন বক্তব্য পুনর্ব্যক্ত করা হয়।