spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদজাতীয়বিমান দুর্ঘটনায় নিহত পাইলট সাগরের পরিবারকে নেওয়া হলো ঢাকায়

বিমান দুর্ঘটনায় নিহত পাইলট সাগরের পরিবারকে নেওয়া হলো ঢাকায়

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর সন্তান পাইলট তৌফিক ইসলাম সাগর। এই হৃদয়বিদারক ঘটনার খবর পৌঁছাতেই রাজশাহী শহরের উপশহর এলাকার তিন নম্বর সেক্টরের তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবার-পরিজনের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে স্বজনদের আহাজারিতে বিমর্ষ হয়ে ওঠে সাগরের বাড়ি। বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে সাগরের পরিবারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

রাজশাহী বিমানবন্দর থেকে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি নিশ্চিত করেন সাগরের মেজ চাচা মতিউর রহমান।

আরও পড়ুনঃ চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও সেভরণ ক্লিনিকাল ল্যাবরেটরির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

তিনি জানান, কিছুক্ষণ আগেই সাগরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এরপরই বিমান বাহিনী তাদের ঢাকায় নেওয়ার উদ্যোগ নেয়। তিনি আরও বলেন, “সম্প্রতি সাগর রাজশাহীতে এসেছিল। ছয় মাস আগে তার বিয়ে হয়েছিল। এখনো সন্তান হয়নি। তার মৃত্যুতে আমরা নিঃশব্দ হয়ে গেছি।”

সাগরের মরদেহ ঢাকায় আনয়ন শেষে কোথায় দাফন করা হবে রাজশাহী নাকি তার পৈতৃক এলাকা সোনামসজিদ, সে বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার চাচা।