
নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যয় ও অর্থনৈতিক হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে গণঅধিকার পরিষদ।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে উপস্থিত হয়ে এই আয়-ব্যয় বিবরণী জমা দেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এবং উচ্চতর পরিষদের সদস্য মাহবুব জনি। কমিশনে তাদের জমাকৃত হিসাব গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার।
আরও পড়ুনঃ লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, লাইনচ্যুত লালমনি এক্সপ্রেসের বগি
আয়-ব্যয় বিবরণী অনুযায়ী, গণঅধিকার পরিষদের প্রারম্ভিক জের ছিল ৫,০০০ টাকা। নির্বাচনী বছরে বিভিন্ন খাত থেকে দলটি মোট আয় করেছে ৪৬ লাখ ৯ হাজার ৩০০ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। সবশেষে দলটির সমাপনী স্থিতি রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারা নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই দলীয় হিসাব জমা দিয়েছেন। গণতন্ত্র চর্চায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে এ ধরনের হিসাব প্রকাশ ও দাখিলকে তারা গুরুত্বপূর্ণ মনে করেন।