spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদজাতীয়রাকিব-নাছির ভাই পাঁচ মিনিট কথা বললে সাড়ে চার মিনিটই শিবিরের বিরুদ্ধে বিষোদগার...

রাকিব-নাছির ভাই পাঁচ মিনিট কথা বললে সাড়ে চার মিনিটই শিবিরের বিরুদ্ধে বিষোদগার করেনঃ সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী ছাত্রদলের সাম্প্রতিক বক্তব্য ও অবস্থানকে ‘হাস্যরসাত্মক’ হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতারা বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি রাকিব-নাছির, তাঁদের অধিকাংশ বক্তব্যেই শিবিরবিরোধী বিষোদগারে সময় ব্যয় করছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, “রাকিব-নাছির ভাই পাঁচ মিনিট কথা বললে সাড়ে চার মিনিটই শিবিরের বিরুদ্ধে বিষোদগার করেন। আমার মনে হয়, শিবির শব্দ বাদ দিলে ছাত্রদল হয়তো এক মিনিটও কথা বলতে পারবে না। এতে করে ছাত্রদলের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠন আজ কথাবার্তার মধ্য দিয়ে হাস্যরসে পরিণত হচ্ছে।”

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, জুলাই বিপ্লবের পর ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। তাই আমরা প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম। দেরিতে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের তফসিল ঘোষণা হয়েছে। একইভাবে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তফসিল ঘোষণা করা হয়েছে, যা আমরা স্বাগত জানাই।”

সাদিক কায়েম আরও বলেন, “আমরা আশা করি এসব ক্যাম্পাসে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এই নির্বাচন থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে, যারা শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার পক্ষে কথা বলবে এবং শহীদদের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।”

আরও পড়ুনঃ সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না- নাহিদ ইসলাম

তিনি দাবি করেন, এখন পর্যন্ত মাত্র তিনটি ক্যাম্পাসে তফসিল ঘোষণা করা হয়েছে, যা যথেষ্ট নয়। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে।

ছাত্র রাজনীতিতে দোষারোপ ও প্রোপাগান্ডামূলক বক্তব্য নিয়ে উদ্বেগ জানিয়ে সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীরা এখন আর এই দোষারোপের রাজনীতি পছন্দ করে না। তারা চায়, ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের স্বার্থে কথা বলুক সব পক্ষ। ছাত্রদলের প্রতি আমাদের আহ্বান, তারা যেন তাঁদের ঐতিহ্য ও সম্মান অক্ষুণ্ন রাখে। ছাত্রলীগের কায়দায় ‘ট্যাগিং’ কিংবা প্রোপাগান্ডার রাজনীতি তাদের জন্য ক্ষতিকর। তারা যদি জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার পক্ষে কথা বলে, তবে শিক্ষার্থীরাই তাদের স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করবে।”

তিনি আরও বলেন, “ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের অধিকার আদায়। আমরা চাই, সবাই সেই পথেই ফিরে আসুক।”