
মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোতে শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হল ফেস্ট-২০২৫। বিদায়ী ৪৬তম ব্যাচকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
সন্ধ্যায় ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক অনুষ্ঠানমালা। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন। এসময় তিনি ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সৈয়দ নজরুল ইসলাম হলের জন্য একটি সাইকেল গ্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা দেশে-বিদেশে নেতৃত্ব দিচ্ছে। তোমরাও নিজেদের যোগ্যতা দিয়ে বুটেক্সকে আরও এগিয়ে নেবে।”
ফেস্টকে ঘিরে সপ্তাহব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। ফুটবল, শর্টপিচ ক্রিকেট, দাবা, ক্যারাম, টেবিল টেনিসসহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র’র মধ্য দিয়ে উৎসবে যোগ হয় ভিন্নমাত্রা।
সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মাহবুবুর রহমান বলেন, “৪৬তম ব্যাচের জন্য আজকের এই আয়োজন। তাদের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি তারা বুটেক্সকে আরও শক্তিশালী ব্র্যান্ডে রূপ দেবে।”
৪৭তম ব্যাচের হল প্রতিনিধি রাকিবুল ইসলাম বলেন, মাত্র চার দিনের প্রস্তুতিতেই সাতটি বিভাগে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। “৪৬ থেকে ৫০তম ব্যাচের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই আয়োজন সফল হয়েছে,” যোগ করেন তিনি।
আরও পড়ুনঃ গুম প্রতিরোধ দিবসে বক্তাদের দাবিঃ নির্বাচনের আগেই গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, র্যাব বিলুপ্তি
অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাইজা ফারজানা রাফা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “এটা আমার জীবনের প্রথম হল ফেস্ট। সিনিয়র-জুনিয়র সবাই মিলে যে আনন্দ আর আবেগ ভাগ করে নিয়েছি, তা সত্যিই অসাধারণ।”
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কিশোর সাহা বলেন, “হল ফেস্ট শুধু বিনোদন নয়, বরং বন্ধুত্ব, ঐক্য আর সৃজনশীলতা প্রকাশের এক অনন্য উপলক্ষ।”
নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রাণবন্ত পরিবেশে সমাপ্ত হয় এবারের হল ফেস্ট-২০২৫। শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রতিবছর একইভাবে বৃহৎ পরিসরে আয়োজিত হবে এই উৎসব।