ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধিঃ
পবিত্র হজ্বে গমনেচ্ছু যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২ মে বৃহস্পতিবার শুরু হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। যে সকল সম্মানিত হজ্ব যাত্রী ২০২৪ সালে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্বাস্থ্য পরীক্ষার জন্য তালিকা প্রেরণ করেছেন, সে সকল হজ্ব যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে নমুনা ফরম সহকারে উল্লেখিত কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
মঙ্গলবার ৩০ এপ্রিল তথ্য বিবরণীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,যে সকল হজ্ব যাত্রীগণ স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থান হিসেবে চট্টগ্রাম নির্বাচন করেছেন শুধুমাত্র তারাই এ-কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন।
স্বাস্থ্য পরীক্ষা করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজের সভাকক্ষে, পুরাতন ভবনের ২য় তালায়। সরকারি ছুটির দিন ব্যতিত সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
যাদের তিন মাসের মধ্যে Urine (R/M/E), Random Blood (R.B.S), X-ray chest P/A view, ECG, Serum Creatinine, Complete Blood Count (CBC with CSR), Blood Grouping and Rh Typing পরীক্ষার রিপোর্ট আছে স্বাস্থ্য পরীক্ষার দিন সেগুলো সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।