spot_img

― Advertisement ―

spot_img

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন সুবিধায় আস-সুন্নাহ ফাউন্ডেশন

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মধ্যে একটি সমঝোতা স্মারক সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।চুক্তির...
প্রচ্ছদজাতীয়রবীন্দ্র পুরস্কার এ ভূষিত জবির অধ্যাপক ড. লাইসা

রবীন্দ্র পুরস্কার এ ভূষিত জবির অধ্যাপক ড. লাইসা

রবীন্দ্র সঙ্গীত চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ জবির অধ্যাপক ড.লাইসা আহমেদ লিসাকে বাংলা একাডেমি কর্তৃক রবীন্দ্র পুরস্কার ২০২৪ এ ভূষিত করা হয়।এই বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

৩০ এপ্রিল ( মঙ্গলবার) বাংলা একাডেমি প্রদত্ত রবীন্দ্র ও নজরুল পুরস্কার ঘোষণা করা হয় । একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে উল্লেখ করা হয়, রবীন্দ্রসংগীত চর্চায় অবদানের জন্য অধ্যাপক লাইসা আহমদ লিসাকে রবীন্দ্র পুরস্কার ২০২৪-এ ভূষিত করেছে।

এ ব্যাপারে ড. লাইসা আহমেদ লিসা বলেন, বাংলা একাডেমি আমাকে রবীন্দ্র পুরস্কার এ ভূষিত করায় আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ এবং আবেগে আপ্লুত। সবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো আমাকে আরো বেশি আপ্লুত করেছে।

তিনি আরো বলেন, আমাদের কার্যক্রম শুধু শহরকেন্দ্রিক সীমাবদ্ধ থাকবেনা, গ্রামেগঞ্জে সমুদয় সম্ভবনাকে কাজে লাগিয়ে রবীন্দ্র চর্চা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর এবং সকল অপশক্তিদের রুখে দিতে আমরা কাজ করে যাবো।

তারঁ অর্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রভূত অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়।