
দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়ে পঞ্চম বারের মত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উড়ল বাংলাদেশী পতাকা। এবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশী পর্বতারোহী চট্টগ্রামের ছেলে বাবর আলী।
আজ রবিবার (১৯ মে) নেপালের স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ মিনিটে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেন বাবর আলী এবং পৃথিবীর ৩য় মেরুতে উড়ান বাংলাদেশের লাল-সবুজের পতাকা। আজ ভোরে বেসক্যাম্প টিমের বরাতে আমাদের এই তথ্য নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।
বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পহেলা এপ্রিলের। প্রস্তুতিমূলক কাজ শেষ করে তিন দিন পর (৪ এপ্রিল) কাঠমান্ডু হতে উড়ে যান পৃথিবীর অন্যতম বিপদজনক বিমানবন্দর লুকলাতে। বাবর সেখান থেকে ১০ এপ্রিল পৌঁছে যান এভারেস্ট বেসক্যাম্পে। ১৪ এপ্রিল মাঝরাতে বেসক্যাম্প থেকে শুরু হয় বাবরের স্বপ্নের পথে যাত্রা।
আরও পড়ুনঃ বেরোবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতআরও পড়ুনঃ
প্রথম দিনেই ২১,৩০০ ফুট উচ্চতা বিশিষ্ট ক্যাম্প-২ এ সরাসরি উঠে আসেন বাবর। সেখানে দুইরাত কাটিয়ে ১৮ মে উঠে আসেন ২৪,৫০০ ফুট উচ্চতার ক্যাম্প-৩ এবং ২৬,০০০ ফুট উচ্চতার ক্যাম্প-৪ এ আসেন ১৯মে যার উপরের অংশকে বলা হয় ডেথ জোন। এদিকে ১৮ মে মাঝরাতে আবারো শুরু হয় বাবরের যাত্রা, এবং ভোরের প্রথম কিরণে ২৯০৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট শীর্ষে উড়িয়ে দেয় বাংলাদেশের পতাকা।
উল্লেখ্য, মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় আজ থেকে শতাধিক বছর আগে। ১৯২১ সালে মাউন্ট এভারেস্টে সাফল্য-ব্যর্থতার গল্পগাথার সেই শুরু। তবে পৃথিবীর এই শীর্ষ বিন্দুতে বাংলাদেশী পর্বতারোহীদের এভারেস্ট অভিযান হয়েছে আরো পরে, একবিংশ শতাব্দীর শুরুর দিকে। চার বছরের মধ্যে (২০১০ থেকে ২০১৩ সাল) পাঁচ জন বাংলাদেশী ছয়বার মাউন্ট এভারেস্ট জয় করেন। কিন্তু এরপরই এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। দীর্ঘ সময় পর বাবর আলীর সফল অভিযান পৃথিবীর ৩য় মেরুতে উড়ছে বাংলাদেশের লাল-সবুজের পতাকা।