মোঃ রেজাউল করিম, লালমনিরহাট (জেলা) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজান নদীর উজানের পানি বৃদ্ধি পেয়ে ভেঙ্গে গেছে বাঁশের সাঁকো, ডুবে যাচ্ছে রাস্তা। পানিবন্দি হয়েছে শতাধিক পরিবার। একটি ব্রিজের অভাবে ভোগান্তিতে পড়েছে গ্রামবাসী।
তিস্তা ব্যারেজে গতকাল (১৮জুন মঙ্গলবার) বিকালে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১.১৫ সেন্টিমিটার যাহা বিপৎ সীমার ২৮সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, উজানের পাহাড়ী ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ও সানিয়াজান নদীর পানি বাড়তে শুরু করেছে।পানি বাড়ায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের ফসলী জমি বাড়িঘর- রাস্তাঘাট ডুবে যাওয়ায় রান্নাবান্নাসহ চলাচলের বিপাকে পড়েছেন লোকজন।
আরও পড়ুনঃ ঈদে আসা-যাওয়ার চাপ কম রাজধানীর গাবতলী বাস টার্মিনালে
সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রমনীগঞ্জ এলাকার একটি বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে। চরম ভোগান্তিতে পড়ছে গ্রামবাসী।
অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, সানিয়াজান ব্রীজের সামনে যে কচুরিপানা জমা হয়েছে তা পরিস্কার না করার কারণে উজানে পানি বৃদ্ধি পাচ্ছে এতে পানিবন্দি হয়েছে শতাধিক পরিবার। এবং একটি বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়ায় দুই শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়ছে। শতাধিক পরিবারের জন্য জরুরি শুকনো খাবার প্রয়োজন।
হাতীবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলামের মুঠোফোন একাধিক বার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।