শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ সম্প্রতি মোবাইল চালু করলেই বিজ্ঞাপন হিসাবে সামনে আসতেছে চমকপ্রদ প্রচারণা। এতে ব্যবহার করা হচ্ছে সাকিব আল হাসান সহ অন লাইনের জনপ্রিয় তারকাদের ছবি ও ভয়েস। এখানে মোবাইলে জুয়ার প্রলোভিত করা হচ্ছে যে, এই আ্যপস ব্যবহার করে বাজি ধরলে দশ হাজার গুন বেশি টাকা আয় করা সম্ভব।
যেমন এড নাম্বার ১ঃ এই ভিডিওতে দেখা যায় শাকিব বলছেন, সে ক্রেজিটাইম’ খেলাটিতে আগ্রহী হয়ে উঠেছেন। এতে অনুমান করে যদি বাজি ধরেন তাহলে একশ বা হাজার গুন বেশি টাকা জিতা সম্ভব। এই এপ্লিকশনটি নতুন তাই শাকিব এই খেলাটি খেলতে সুপারিশ করছে। যে কোন মোবাইলে এটি ডাউনলোড করা যায় আর এতে ৪০০ টাকা ডিপোজিট করে কোটিপতি হওয়ার সুযোগ আছে.!
এড নাম্বার ২ঃ শাকিব বলছেন, আপনি কি বড়লোক হওয়ার জন্য রেডি.?
ক্রেজি টাইম ভারি সুন্দর আ্যপটি ডাইনলোড করে টাকা বাজি ধরে পেয়ে যেতে পারেন ১০গুন থেকে ১০ হাজার গুন টাকা। সুতরাং খেলাটা শুরু করে দিন আর ইনজয় করুন।
এমন কি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, কাবিলা সহ অনেক অনলাইনের পরিচিত মুখের ছবি দিয়েও বলা হচ্ছে, এই গেমস তারাও খেলছে এমনকি তারা পরামর্শ দিচ্ছেন আ্যপসটি ডাউন লোড করে খেলাটি শুরু করে দেয়ার জন্য..!
সাভার সোসাইটি নিবাসী সায়েম নামক ১৫ বছরের তরুন জানায় এই বিজ্ঞাপন টিভি চ্যানেল বা ডিশ লাইনেও প্রচারিত হয়।
আরও পড়ুনঃ কোটা বহালের প্রতিবাদে মহাসড়কে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
সাভার সেনা মার্কেটের শিশু মেলার পরিচালক ব্যবসায়ী আরিফ জানান, দু একজন এতে আয় করলেও অনেকেই আবার সর্বশান্ত হচ্ছে। হাইস্কুল শিক্ষক শহিদুর রহমান বলেন, এভাবে ক্যাসিনো নামক জুয়া মোবাইলে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এতে আগ্রহী হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যত বাংলাদেশের জন্য অশনি সংকেত বয়ে আনবে।
বিজয় টিভি সাংবাদিক সোহেল হোসেন বলেন, এই জুয়ার প্রচারণা একটি সামাজিক অপরাধ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই বিষয়ে মনোযোগী হলে এর প্রচার প্রচারণা সহ সকল নাটের গুরুদের ধরা ও শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভব।
বিষয়টি নিয়ে এই প্রতিবেদক পুলিশের সাইবার ক্রাইম কনট্রোল রোমে ফোন দিলে দায়িত্বরত অফিসার জানান, কেউ দায়িত্ব নিয়ে জিডি না করলে তাদের কিছু করার নাই.! তবু বিষয়টি তিনি যথাযথ কতৃপক্ষকে অবগত করবেন।