শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) তিনজন ট্রাষ্টি রয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায় ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকারের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি তিনজন হলেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল ও ফরিদা আখতার।
এ ছাড়াও উপদেষ্টা তালিকায় আরও রয়েছেন আদিলুর রহমান খান, এ এফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ডা. বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই-আজম বীর প্রতীক।
আরও পড়ুনঃ রাষ্ট্র সংস্কারে নেমেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন উপদেষ্টাদের অভিনন্দন জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীতে গণ বিশ্ববিদ্যালয়ের ৩ জন সম্মানিত ট্রাস্টি আছেন এটা একটা দারুণ ব্যাপার। প্রত্যেকেই প্রথিতযশা ব্যক্তিত্ব। তাদের হাত ধরেই নতুন কিছু ভালো ভাবে শুরু হোক এই কামনা করি।