spot_img

― Advertisement ―

spot_img

শ্রমিকদের প্রতি উৎপাদন অব্যাহত রাখার আহ্বান: অরবিন্দু বেপারী

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু শ্রমিকদের উদ্দেশে জানান, সরকার শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির সিদ্ধান্তে...
প্রচ্ছদজাতীয়১৬৪৩০ নম্বরে কল করে পাওয়া যাবে আইনি সহায়তা: আসিফ নজরুল

১৬৪৩০ নম্বরে কল করে পাওয়া যাবে আইনি সহায়তা: আসিফ নজরুল

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিমদের আইনি সহায়তা দেওয়ার জন্য জরুরি হেল্প লাইন সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়৷ মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিষয়ে ১৬৪৩০ নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে।

শনিবার (১১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মতবিনিময় সভা করেন৷ সভাশেষে এক বিজ্ঞপ্তিতে এসব এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে৷

আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে জানিয়েছেন আইন মন্ত্রণালয়৷

আরও পড়ুনঃ আরবি ক্যালিগ্রাফি করায় ছাত্রকে হেনস্তার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে

এছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়৷

এদিকে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।