
মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ নিউমার্কেট থানায় দায়ের হাওয়া পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডের নেওয়ার আবেদন করেছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (১৪ আগষ্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
নিউমার্কেট থানা ও আদালত সুত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হককে কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে।
এরআগে গত মঙ্গলবার (১৩ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌকার এই দুই কান্ডারীকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।
আরও পড়ুনঃ শেখ হাসিনার বিচারের দাবিতে নান্দাইলে বিএনপি অবস্থান কর্মসূচি
নিহতের বাবা বলেন, তার ছেলের ফোন থেকে একটি কল আসে এবং তখন তাকে জানানো হয় পথচারীরা তার ছেলেকে চিকিৎসার জন্য দ্রুত ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ তার ছেলের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তার ছেলেকে পরীক্ষা নিরীক্ষা করে গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭ টা ৫ মিনিটের সময় মৃত ঘোষণা করেন