
মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে।
তবে শপথ নিচ্ছেন নতুন আরও কতজন উপদেষ্টা এবং তাদের পরিচয় সম্পর্কিত কোনও তথ্য এখনো জানা যায়নি।
আরও পড়ুনঃ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারেঃ পররাষ্ট্র উপদেষ্টা
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের ফলে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য বাধ্য হন শেখ হাসিনা। পরবর্তীতে রাষ্ট্রপতি কর্তৃক সংসদ বাতিল করে গঠন করা হয় ১৭ উপদেষ্টা বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার।