spot_img

― Advertisement ―

spot_img

শ্রমিকদের প্রতি উৎপাদন অব্যাহত রাখার আহ্বান: অরবিন্দু বেপারী

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু শ্রমিকদের উদ্দেশে জানান, সরকার শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির সিদ্ধান্তে...
প্রচ্ছদজাতীয়সাভারের আশুলিয়ায় একাধিক দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় একাধিক দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় শ্রমিক মারধর ও ওভারটাইম বিল ছাড়া অতিরিক্ত কাজ করানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন স্কাইলাইন, পার্ল, উইলিয়ামস ও শাহরিয়ার নামক পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটির উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়।

আরও পড়ুনঃ চলমান বন্যার মধ্যেই ফারাক্কার ১০৯টি জলকপাট খুলেছে ভারত

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, স্কাইলাইন কারখানায় শ্রমিকদের ঊর্ধ্বতন কর্মকর্তারা মারধর করেন। কারখানায় শ্রমিকদের কোনো ধরনের কাজে তারতম্য হলেই নানা ধরনের শাস্তির আওতায় নেয় কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত সময় কাজ করলে কোনো ধরনের ওভারটাইম (ওটি) বিল পরিশোধ করে না। তাই শ্রমিকরা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

এ ব্যাপারে স্কাইলাইন পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি।