
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ● বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীনে ভালুকা পৌরসভা মহিলা দলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে ২০২৫) জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিয়া ইয়াসমিন রীতা আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাপী আক্তার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহমুদা রহমান। সিনিয়র সহ-সভাপতি হিসেবে চায়না আক্তার, সহ-সভাপতি পদে রয়েছেন লিটা আক্তার, ফরিদা ইয়াসমিন, মার্জিনা আক্তার, আম্বিয়া খাতুন ও শরিফা আক্তার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার।
আরও পড়ুনঃ টাঙ্গাইলে জেলা শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত সখীপুর থানার এসআই মোশারফ হোসেন
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেফালী আক্তার ও ফারজানা আক্তার। কোষাধ্যক্ষ পদে রয়েছেন কল্পনা আক্তার, দপ্তর সম্পাদক সানজিদা আফরোজ রুপা, প্রচার সম্পাদক শাহনাজ আক্তার, সমাজকল্যাণ সম্পাদক কামরুন্নাহার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক ঝুমা রানী বিশ্বাস এবং ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন ফরিদা খাতুন।
নতুন নেতৃত্বের মাধ্যমে ভালুকা পৌরসভা মহিলা দল আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা মহিলা দলের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা বলেন, ত্যাগী ও কর্মীবান্ধব এই কমিটি আন্দোলন-সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



