
নালিতাবাড়ী (শেরপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী। তাঁর পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও প্রয়াত পিতা জাতীয় সংসদের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর অসমাপ্ত স্বপ্ন পূরণের প্রত্যয় নতুন করে আশার সঞ্চার করেছে স্থানীয় জনগণের মনে।
নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের বিশ্বাস—যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে প্রকৌশলী ফাহিম চৌধুরীর নেতৃত্বেই অবহেলিত নকলা–নালিতাবাড়ী একটি সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হবে। নতুন প্রজন্মের ভোটাররাও মনে করছেন, ধানের শীষের প্রকৃত নিরাপদ অভিভাবক তিনিই।
প্রকৌশলী ফাহিম চৌধুরীর অঙ্গীকার, কৃষির ওপর নির্ভরশীল স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নিতে আধুনিকায়ন, নগরায়নের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, পরিকল্পিত বনায়ন ও বন্যপ্রাণীদের অভয়ারণ্য সৃষ্টি, বেকারত্ব সমস্যা নিরসনে কর্মমুখী উদ্যোগ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন। পাশাপাশি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রতিবেশী রাষ্ট্রের অযাচিত অনুপ্রবেশ ও হস্তক্ষেপ প্রতিরোধেও তিনি সোচ্চার থাকবেন।
দলের নেতা–কর্মীদের মতে, নকলা–নালিতাবাড়ী বিএনপির কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে সমাদৃত হয়েছেন ফাহিম চৌধুরী। কিন্তু তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে ‘সুসময়ের নেতা’ হিসেবে উপস্থাপনের যে প্রয়াস চলছে, তা নিন্দনীয় বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা। তাদের অভিযোগ, যোগ্যতার বিচার নয়, বরং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এ প্রসঙ্গে তারা আরও বলেন, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে বিভেদ সৃষ্টির যে প্রচেষ্টা চলছে তা বিএনপির দীর্ঘ আন্দোলন–সংগ্রামে অর্জিত শক্তিকে দুর্বল করতে পারে। দলীয় শৃঙ্খলা বিবর্জিত এমন কর্মকাণ্ড শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষে জনমতকে বাধাগ্রস্ত করতে পারে, যা কাম্য নয়।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে ভাঙচুর, প্রাণনাশের হুমকি
নেতাকর্মীদের আহ্বান—যদি কোনো ক্ষোভ বা পরামর্শ থাকে তাহলে তা প্রার্থী বা কেন্দ্রীয় নেতাদের কাছে পেশ করা হোক; কিন্তু সামাজিক বিভেদ সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করা চলবে না।
নকলা–নালিতাবাড়ীর মাটির টানে প্রবাসের আরাম–আয়েশ ত্যাগ করে জনপদের মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী—এ কথা উল্লেখ করে তারা বলেন, উন্নয়নের প্রতীক ধানের শীষকে জয়ী করে তার বাবার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে জনগণকে।
এই প্রসঙ্গে শেরপুর-২ আসনের কৃতিসন্তান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও ১/১১-র সাহসী নেতা জিয়াউর রহমান বলেন, “বিভেদ সৃষ্টি করে জামায়াতের প্রার্থীকে সুযোগ করে দেওয়ার অপচেষ্টাকারীদের জনগণ কোনোদিন ক্ষমা করবে না। দীর্ঘ আন্দোলন–সংগ্রামের ফসল এই নির্বাচন—তাই সকলকে বিভেদ ভুলে দলীয় প্রার্থী ও প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”



