
মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ-র বৈঠকে নরেন্দ্র মোদী নেতা নির্বাচিত হয়েছেন। তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসাবে মোদীর শপথ গ্রহণ করতে যাচ্ছেন আগামী শনিবার (সম্ভাব্য)। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত বুধবার (৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন এবং পরপর তিনবার বিজয়ি হওয়ায় নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ, সরকার, নিজের ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। তখনই হাসিনাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান মোদী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব নুর এলাহি মিনা সাংবাদিকদের বলেন, ”শেখ হাসিনা জানিয়েছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বের ফলেই এনডিএ তৃতীয়বার ক্ষমতায় আসতে পেরেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কথাও তিনি উল্লেখ করেছেন। শেখ হাসিনার আশা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্ব সভায় আরও এগিয়ে যাবে।”
এছাড়া মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে নেপাল ও মরিশাসের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং ভুটানের রাজাকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়।
আরও পড়ুনঃ ক্ষোভ কমাতে জেলেনস্কির সথে দু’বার সাক্ষাতের পরিকল্পনা বাইডেনের
আরও জানা যায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমসিংহ নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন। মোদী তখন শপথগ্রহণ অনুষ্ঠানে উনেকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান এবং সে সময় তিনি আমন্ত্রণ গ্রহণও করেছেন।
সুত্রঃ ডয়চে ভেলে
এডি- এমএস