মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লড়ছে ভারত ও বাংলাদেশ। টেস্টের প্রথম দিনের শুরুর দুই সেশনে দুর্দান্ত বোলিং করা বাংলাদেশের দাপট শেষ সেশনে নিজেদের করে নেন ভারতের দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দুজনের অপরাজিত ১৯৫ রানের জুটি ভারতকে প্রথম দিনের শেষে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেই জুটিকে আর ভয়ঙ্কর হতে দেয়নি টাইগার পেসাররা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারত ও বাংলাদেশের মধ্যকার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আধিপত্য বিস্তার করে স্বাগতিক দলের শেষ চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের পেসাররা। প্রথম দিন শেষে ৩৩৯ রানে থাকা ভারত দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে গেছে। আগের দিনের রানের সাথে আর ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। তিন উইকেট নেন তাসকিন। এ ছাড়াও নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।
আরও পড়ুনঃ রাওয়ালপিন্ডির পারফরম্যান্স চেন্নাইতে প্রতিফলন, বাংলাদেশ যেন নতুন করে উজ্জীবিত
এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ৩০০ রানের কোটা পার করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।
প্রথম ইনিংসে ভারত ৯১.২ ওভারে ৩৭৬/১০ (সিরাজ ০*; রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, জয়সওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬, আকাশ ১৭, অশ্বিন ১১৩, বুমরা ৭