spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটবগুড়ায় ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন করবেন আশরাফুল-তামিম

বগুড়ায় ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন করবেন আশরাফুল-তামিম

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। যেখানে ঘরোয়া লীগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আজ রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল দল অংশগ্রহণ করবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন টি-ষ্পোর্টস।

শনিবার (৯ নভেম্বর) বিকালে শহীদ চান্দু স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ জানুয়ারি, দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের দিন।

আরও পড়ুনঃ খালিদ সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ক্রিকেট প্রেমী প্রয়াত আরাফাত রহমান কোকোর অক্লান্ত পরিশ্রমে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম নির্মান করা হয়। তাদের ইচ্ছে ছিলো উত্তরাঞ্চলের খেলোয়াড়রা ক্রিকেটে দেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। কিন্তু পতিত শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তাবায়ন হতে দেয়নি। ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন হয়েছে। বগুড়াবাসীর স্বপ্ন আবারো বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য বগুড়া থেকে প্রথম জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সচিব ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মীর শাহে আলম, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক এবং বিশিষ্ট সাংবাদিক কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, আহসানুল হক তৈয়ব জাকির প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।