
স্পোর্টস ডেস্ক: নিজেদের ঐতিহ্য বজায় রেখে আবারও এক নাটকীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলের জয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে চিরচেনা “লা রেমোন্তাদা”র পরিচয় দেয় স্প্যানিশ জায়ান্টরা।
এই ম্যাচে ব্রাজিলিয়ান দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার কারণে শুরুতে বেঞ্চে ছিলেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছিলেন মরক্কোর ব্রাহিম দিয়াজ ও তুর্কি তরুণ প্রতিভা আর্দা গুলার। ম্যাচের ৩২তম মিনিটে জুড বেলিংহামের পাসে আর্দা গুলার বক্সে ফাউলের শিকার হলে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়। স্পট-কিক থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে নেন।
তবে লেগানেসও সহজ প্রতিপক্ষ ছিল না। ৩৬তম মিনিটে ডিয়েগো গার্সিয়া ও ৪১তম মিনিটে ড্যানিয়েল রাবার গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে নেয় লেগানেসকে। প্রথমার্ধেই চাপে পড়ে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে ফিরে দুর্দান্ত এক গোল করেন জুড বেলিংহাম, যা রিয়ালকে সমতায় ফেরায়। এরপর ৬২ মিনিটে ভিনিসিয়ুস ও রদ্রিগো মাঠে নামেন, যা আক্রমণভাগে গতি সঞ্চার করে। ৭৫তম মিনিটে রদ্রিগো ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় রিয়াল। ফ্রান গার্সিয়ার পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এমবাপ্পে, যা জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসদের।
আরও পড়ুনঃ ক্যাবরেরার ভুলে মাঠের খালায় হতাশ বাংলাদেশ ফুটবল
এই জয়ের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক মৌসুমের গোলসংখ্যার পাশে নিজের নাম লেখান। অভিষেক মৌসুমে ৪৫ ম্যাচে রোনালদোর ৩৩ গোলের রেকর্ড স্পর্শ করেছেন ফরাসি এই তারকা। তবে ম্যাচের আসল নায়ক ছিলেন জুড বেলিংহাম। মিডফিল্ডার হয়েও যখন দলের গোলের প্রয়োজন হয়, তখন তিনি গোল করেন, আবার কখনও দলকে জেতানোর দায়িত্বও নেন। ফুটবলে পরিপক্বতা ও বুদ্ধিদীপ্ত খেলার জন্য তাকে ভবিষ্যতে “প্রফেসর” উপাধিতে ভূষিত করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, লেগানেসও দারুণ পারফরম্যান্স করেছে। যদিও তারা লিগ টেবিলের নিচের দিকেই অবস্থান করছে, তবে এই ম্যাচে তাদের লড়াই সেটি বোঝার কোনো সুযোগ দেয়নি। ফুটবলের এই অনিশ্চয়তা ও উত্তেজনাই খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
এডি/ মোঃ খালিদ হোসেন