চট্টগ্রাম আবাহনীকে ৫-০তে উড়িয়ে দিলো কিংস, রাকিবের জোড়া গোল

8
চট্টগ্রাম আবাহনীকে ৫-০তে উড়িয়ে দিলো কিংস, রাকিবের জোড়া গোল
চট্টগ্রাম আবাহনীকে ৫-০তে উড়িয়ে দিলো কিংস, রাকিবের জোড়া গোল। ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিনিধিঃ

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে গোল উৎসব করে যাচ্ছে বসুন্ধরা কিংস। ব্রাদার্সকে ৭-১ গোলে হারানোর পর আজ চট্টগ্রাম আবাহনীকে ৫-০তে উড়িয়ে দিলো কিংস। রাকিব জোড়া গোল করেছেন, উঠিয়ে না নিলে হ্যাটট্রিকও হতে পারত তাঁর। অন্যদিকে আবাহনী প্রথম পর্বের মতোই ছন্দহীনতায় ভুগছে। গোপালগঞ্জে আজ হারতে হারতে স্টুয়ার্ট কর্নেলিয়াসের শেষ মুহূর্তের গোলে ড্র করেছে তারা ফর্টিস এফসির সঙ্গে।

প্রথম পর্বেও আবাহনী ফর্টিসের কাছে হেরেছিল। সেটি যে অঘটন ছিল না, ভ্যালেরি রাইশির গোলে আজও ফর্টিসের ৯৪ মিনিট এগিয়ে থাকা তা-ই বলে। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কিংস শিরোপার পথে ছুটছে। একম্যাচ কম খেলা মোহামেডানের পয়েন্ট ২০। ১১ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৯ অর্থাৎ শীর্ষ থেকে ৯ পয়েন্ট পিছিয়ে তারা।

কিংসের গোল উৎসবের শুরু আজ ডরিয়লটনের পায়ে। রিমন হোসেনের বাড়ানো বলে দ্বিতীয় মিনিটেই পোস্ট খুঁজে পেয়েছেন এই ব্রাজিলিয়ান। ১১ মিনিটে বক্সে রায়হান হাসানের হ্যান্ডবলে কিংস পেনাল্টি পেলে ব্যবধান বাড়ান রবসন রোবিনহো।

তৃতীয় গোলটি রাকিবের, রোবিনহোর বাড়ানো বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপে বল জালে জড়িয়েছেন তিনি। বিরতির আগেরেই ৪-০ করেন আসরর গফুরভ। স্বদেশি ববুরবেক ইউদালশভের থ্রু পাস ধরে কোনাকুনি শটে বল জালে পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দ্বিতীয়ার্ধে রাকিব নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন প্রতিআক্রমণে ছোট বক্সের ভেতর ডরিয়েল্নেটর ক্রস থেকে।

ওদিকে আবাহনীর বিপক্ষে ফর্টিস এগিয়ে যায় ৬১ মিনিটের সময়। ফরহাদ মিয়ার লং বল গোলরক্ষক শহীদুল আলম আয়ত্তে নিতে ভুল করলে সেই সুযোগ কাজে লাগিয়ে ফর্টিসকে এগিয়ে দিয়েছেন ভ্যালেরি। এই একটা গোল ধরে রেখেই জয়ের সুবাস পাচ্ছিল ফর্টিস। তবে অতিরিক্ত সময়ে বক্সের ভেতর জোনাথনের ওভারহেড কিক একেবারে গোললাইনের কাছ থেকে জালে জড়িয়ে আবাহনীর হার ঠেকিয়েছেন কর্নেলিয়াস। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।