
স্পোর্ট ডেস্কঃ স্পেনিশ ফুটবলের মর্যাদাকর টুর্নামেন্ট ‘কোপা দেল রে’র ফাইনালে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ফেভারিটের আসনে থাকা কাতালানরা ট্রেবল জয়ের স্বপ্ন বুনছে এই শিরোপা জয়ের মধ্য দিয়ে। অন্যদিকে, মৌসুমজুড়ে নিজেদের হারিয়ে খোঁজা রেয়াল মাদ্রিদ এল-ক্লাসিকোগুলোর পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে লিওনেল মেসির অনুপ্রেরণায় অ্যাতলেটিকো বিলবাওকে হারিয়ে কোপা দেল রে জিতেছিল বার্সেলোনা। তবে এরপর থেকে শিরোপার খরা চলছেই। এদিকে শেষ দুই কোপা দেল রে ফাইনালে বার্সেলোনাকে হতাশ করেছে রেয়াল মাদ্রিদ। ২০১১ সালে অতিরিক্ত সময়ে এবং ২০১৪ সালে গ্যারেথ বেলের দুর্দান্ত গোলে বার্সাকে হারিয়ে শিরোপা তুলে নেয় লস ব্লাঙ্কোসরা। এবার সেই পুরোনো স্মৃতি বদলে দিতে চায় বার্সেলোনা।
রেয়াল মাদ্রিদ শিবিরে আন্ডারডগ হিসেবে মাঠে নামার মানসিকতা থাকলেও, এল-ক্লাসিকোর উত্তাপে তাতে খুব একটা ভরসা করা যায় না। মৌসুমজুড়ে ইনজুরির হানায় জর্জরিত রেয়াল মাদ্রিদ এই গুরুত্বপূর্ণ ম্যাচেও পাচ্ছে না কিলিয়ান এমবাপ্পেকে। সঙ্গে ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার কামাভিঙ্গার অনুপস্থিতি দলের রণকৌশলকে কিছুটা দুর্বল করে তুলেছে। ফরোয়ার্ডদের অফ ফর্মও রেয়ালের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আশার আলো হয়ে ফিরেছেন দানি সেবায়োস, যিনি শুয়েমেনির সাথে ডাবল পিভটে শক্তি জোগাতে পারেন এবং ৪-৪-২ ফর্মেশনে একটু সামনে খেলতে দেখা যেতে পারে জুডে বেলিংহামকে।
অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি পুরনো ডায়মন্ড ফর্মেশনে ভরসা রাখার দিকেই ঝুঁকতে পারেন। দলের তরুণ স্ট্রাইকার এন্ড্রিক যৌথভাবে টুর্নামেন্টের টপ স্কোরার, যিনি যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
অন্যদিকে, বার্সেলোনা বিগত দুই এল-ক্লাসিকোতে বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর। যদিও ইনজুরির কারণে দলের অন্যতম তারকা রবার্ট লেওয়ানডোস্কি ফাইনালে খেলতে পারছেন না, তবে ফেরান তোরেসের দুর্দান্ত ফর্ম কাতালানদের বড় ভরসা। লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদে অনুপস্থিত থাকায় জেরার্ড মার্টিনের উপর দায়িত্ব বর্তাবে, যা বার্সার রক্ষণভাগে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবুও স্ট্যাবল মিডফিল্ডে পেড্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের উপস্থিতি বার্সাকে এগিয়ে রাখবে নিঃসন্দেহে। ফরোয়ার্ড লাইনে রাফিনহা ও লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সও কাতালানদের স্বস্তি দিচ্ছে।
আরও পড়ুনঃ বার্নাব্যুতে প্রত্যাবর্তনের গল্প : কোপা দেল-রে এর ফাইনালে রিয়াল মাদ্রিদ
রেয়াল মাদ্রিদের জন্য বড় প্রশ্ন থেকে যাচ্ছে বার্সেলোনার উচ্চ ডিফেন্স লাইনের অফসাইড ট্রাপ ভেঙে কতটা কার্যকরী আক্রমণ সাজানো যায়। আগের দুই এল-ক্লাসিকোতেই এই কৌশলের কাছে ধরাশায়ী হয়েছিল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের রেজাল্ট নির্ভর করবে রেয়ালের মিডফিল্ড কন্ট্রোল এবং বার্সেলোনার ডমিন্যান্ট খেলার ধারাবাহিকতা ধরে রাখার উপর। বার্সেলোনার অপ্রতিরোধ্য ডিফেন্সের বিপরীতে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো নিজেদের মেলে ধরতে পারলে পাল্টে যেতে পারে দৃশ্যপট।
আজ রাত বাংলাদেশ সময় ২টায় এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলায় শুরু হবে মহারণ। শেষ বাঁশি বাজার পর জানা যাবে, কারা হাসবে শেষ হাসি — বার্সেলোনা নাকি রেয়াল মাদ্রিদ।
এডি/ মুহাম্মদ কাইউম