spot_img

― Advertisement ―

spot_img

লাল কাপড়ে মোড়া প্রতিবাদ: শোক দিবস নয়, রক্তক্ষরণের প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার: গত বছরের ২৯ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের স্মরণে সরকার যখন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে, তখন আন্দোলনকারীরা...
প্রচ্ছদখেলাধুলাফুটবলবার্সেলোনার ট্রেবলের স্বপ্ন ভঙ্গ: চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্তার মিলান

বার্সেলোনার ট্রেবলের স্বপ্ন ভঙ্গ: চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্তার মিলান

স্পোর্টস ডেস্কঃ জার্মানির মিউনিখে ১ জুন অনুষ্ঠিতব্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্তার মিলান। সেমিফাইনালের রোমাঞ্চকর দুই লেগের লড়াই শেষে বার্সেলোনাকে ৭-৬ গোলে এগ্রিগেটে হারিয়ে জায়গা করে নিয়েছে ইতালির এই ঐতিহ্যবাহী ক্লাবটি।

প্রথম লেগে ইতালিতে ৩-৩ গোলে ড্র করার পর সেমিফাইনালের দ্বিতীয় লেগে আরও বড় নাটকীয়তার সাক্ষী হয় ফুটবল বিশ্ব। ইনজুরির কারণে নিয়মিত দুই ফুলব্যাককে হারিয়ে কিছুটা খর্ব শক্তির বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই সমস্যায় পড়ে। প্রথমার্ধেই ইন্তার এগিয়ে যায় লাউতারো মার্তিনেজ ও হাকান কালহানোগলুর পেনাল্টি গোলে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নেরাজ্জুরিরা।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফিরে আসে বার্সেলোনা। এরিক গার্সিয়ার গোলের মাধ্যমে কাতালানরা ম্যাচে ফিরে আসে, এরপর দানি অলমো ও রাফিনহার পরপর দুই গোলে ৩-২ ব্যবধানে লিড নেয় কাতালান জায়ান্টরা। তখন মনে হচ্ছিল ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

কিন্তু সব হিসাব উল্টে দেয় ইন্তারের ডিফেন্ডার ফ্রানচেস্কো অ্যাসেরবি। ম্যাচের অন্তিম সময়ে তার গোলেই সমতায় ফেরে ইন্তার মিলান, আর অতিরিক্ত সময়ের শুরুতে দাভিদে ফ্রাত্তেসির দারুণ এক গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে দেয়।

এনিয়ে শেষ হয়ে গেল বার্সেলোনার ‘ট্রেবল জয়ের স্বপ্ন’। মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে শিরোপা জিতলেও সবচেয়ে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে ছিটকে পড়লো কাতালানরা। এখন তাদের লক্ষ্য লা লিগা টাইটেল, যেখানে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন এল-ক্লাসিকো ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ বার্সেলোনার ট্রেবল জয়ের পথে বড় বাধা রেয়াল মাদ্রিদ, প্রতিশোধের অপেক্ষায় লস ব্লাঙ্কোসরা

অন্যদিকে, ইন্তার মিলানের সমর্থকদের জন্য এটি দারুণ এক মুহূর্ত। ২০১০ সালের পর আবারও তারা ইউরোপীয় শ্রেষ্ঠত্বের দ্বারপ্রান্তে। এখন চোখ থাকবে অপর সেমিফাইনালের দিকে, যেখানে আর্সেনাল ও পিএসজি মুখোমুখি হবে। সেই ম্যাচের ফলেই নির্ধারিত হবে মিউনিখে ইন্তারের প্রতিপক্ষ।

এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্ব যে দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন অপেক্ষা ফাইনালের জন্য, যেখানে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরবে নতুন এক রাজা।

এডি/ মুহাম্মদ কাইউম