চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-ম্যান সিটির ড্র

9
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-ম্যান সিটির ড্র
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-ম্যান সিটির ড্র। ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিনিধিঃ

উত্তেজনাপূর্ণ, জমজমাট, রোমাঞ্চকর, রুদ্ধশ্বাস ম্যাচ বলতে যা বোঝায়, তার সবকিছুরই দেখা মিলল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াইয়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ১ম ল্যাগে রিয়াল-ম্যান সিটির ড্র। নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-৩ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় আসরের ফেভারিট দুই দল ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ। যেখানে ৩-৩ গোলে সমতায় শেষ হয় খেলা। এমন স্কোরলাইন আসরের শিরোপাধারীদের জন্য সত্যিকার অর্থে সন্তোষজনক। কারণ আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলার সুবিধা পাবে তারা।

খেলার শুরুতেই রিয়ালের জালে আঘাত হানে সিটি তারকা বার্নান্দো সিলভা। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে সিটিজেনদের এগিয়ে নেন তিনি। তবে দ্রুতই ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। ১২তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান কামাভিঙ্গা। তাঁর জোরালো শট সিটির খেলোয়াড় রুবেন ডিয়াজের গায়ে লেগে বল জালে জড়ায়। পরের মিনিটেই রদ্রিগোর সোলো মাস্টার পিসে ২-১ গোলের লিড নেয় রিয়াল। প্রথমার্ধে দু’দলের আক্রমণের ধারা অব্যাহত থাকলেও আর গোল পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে আরো জমে ওঠে লড়াই। ভিনি-রদ্রিগোর কাউন্টারের বিপরীতে ফোডেন-গ্রিলিসদের জমাট আক্রমণে টান টান উত্তেজনা ঠাসা ছিল খেলার পুরোটা সময়। ম্যাচের ৬৫তম মিনিটে মাদ্রিদের ডি বক্সের বাইরে থেকে ফিল ফোর্ডেনের দূরপাল্লার শটে সমতা আনে ম্যানচেস্টার সিটি। এরপর দ্রুতই ৩য় গোল পেয়ে যায় ম্যান সিটি। ৭০ মিনিটে সিটি তারকা জোকো ভারদিয়োলের জোরালো শট দ্বিতীয় বারের কোন ঘেষে আছড়ে পড়ে রিয়ালের জালে। এতে ৩-২ এ এগিয়ে যায় গার্দিওলার শিষ্যরা।

আরও পড়ুনঃ চট্টগ্রাম আবাহনীকে ৫-০তে উড়িয়ে দিলো কিংস, রাকিবের জোড়া গোল

খেলার ৭৯ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় রিয়াল। এ সময় বাম প্রান্ত দিয়ে ক্ষিপ্র গতিতে সিটির রক্ষণে হানা দেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ মুহূর্তে বাম প্রান্ত থেকে তাঁর করা ক্রসে ডান পায়ের দুর্দান্ত সাইড ভলিতে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভালভার্দে।

প্রতিপক্ষের মাঠে বল দখলে অনেকটা ব্যবধানে এগিয়ে ছিল সিটিজেনরা। তাদের পায়ে ৬২ শতাংশ সময় ছিল বল। আর আক্রমণে দুই দলই ছিল অসাধারণ। গোলমুখে সিটির নেওয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। বিপরীতে, রিয়াল গোলমুখে ১৪টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ছয়টি।

এদিকে দিনের অন্যএক ম্যাচে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ ও ২-২ গোলে ড্র করেছে তাদের ১ম ল্যাগে।