
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন তিনি— আর কিছুদিন পরই তাঁকে সরিয়ে দেওয়া হলো জাতীয় দলবিষয়ক কমিটি থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন বৃহস্পতিবার (৪ জুলাই) এ সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি পেয়েছেন।
শাহীন নিজেই বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তাঁকে অব্যাহতির চিঠি পাঠিয়েছেন বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। চিঠিতে অব্যাহতির কারণ স্পষ্ট করে উল্লেখ না থাকলেও জানানো হয়েছে, তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে ফুটবল উন্নয়নবিষয়ক কার্যক্রমে যুক্ত থাকবেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় শাহীন বলেন, “আজ চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠি পেয়েছি। আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এটি আমার জন্য কোনো বিষয় না। আমি এখনো নির্বাহী কমিটির অংশ। তবে আমি এখনো মনে করি, বাংলাদেশের ফুটবলের স্বার্থেই হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ করা উচিত। এটা শুধু আমার একার দাবি নয়, অনেকেই এই পরিবর্তন চান।”
প্রসঙ্গত, গত ১৪ জুন বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরাসরি কাবরেরার পদত্যাগ দাবি করেন শাহীন। ফুটবল অঙ্গনে তার এই বক্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়। তবে বাফুফের নির্বাহী কমিটির আরও দুই সদস্য বিতর্কিত মন্তব্য করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি— এমন অভিযোগও উঠেছে।
আরও পড়ুনঃ আশুরা: ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে উপলব্ধি
এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, হ্যাভিয়ের কাবরেরার পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় শাস্তির মুখে পড়েছেন শাখাওয়াত হোসেন শাহীন। যদিও বাফুফে আনুষ্ঠানিকভাবে এখনো অব্যাহতির পেছনের কারণ ব্যাখ্যা করেনি।
বাংলাদেশ ফুটবলে যখন কোচিং, পারফরম্যান্স এবং কৌশলগত পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা তুঙ্গে, তখন শাহীনকে জাতীয় দল কমিটি থেকে সরিয়ে দেওয়ার ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।